ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

খেলার মাঠ দখলে নিয়ে তৈরি স্থাপনা উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
খেলার মাঠ দখলে নিয়ে তৈরি স্থাপনা উচ্ছেদ উচ্ছেদ অভিযান।

চট্টগ্রাম: রাঙ্গুনিয়া উপজেলায় খেলা ও জানাজার মাঠ দখলে নিয়ে স্থাপন নির্মাণ করছিল কিছু অসাধু চক্র। পরে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে ওই স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে।

 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে মরিয়মনগর ও মাইজপাড়া খেলা ও জানাজার মাঠের স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি। উচ্ছেদ করা জায়গার পরিমাণ প্রায় ৩০ শতক।

সহকারী কমিশনার ভূমি জামশেদুল আলম বাংলানিউজকে বলেন, পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিং কার্যক্রমের স্তূপকৃত বালু কর্ণফুলী নদীর তীরে রাখার  ফলে সৃষ্ট বালু চরে আইয়ুব মাঝি, আকতার হোসেন, আহম্মদ কবীর, করিম, শাহ আলম, ইকবালের দখল থেকে উক্ত জমি উদ্ধার করা হয়। কিছু স্থাপনা তাতক্ষণিকভাবে উচ্ছেদ করা হয়। বাকি স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।