চট্টগ্রাম: মহাসড়কের ওপর দোকানের পণ্য রাখায় দুই দোকানিকে গুনতে হয়েছে জরিমানা। এ ছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশন,
বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করায় বিভিন্ন দোকানির কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত বাঁশখালী উপজেলার নাপোড়া বাজার, চাম্বল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মহাসড়কের ওপর দোকানের পণ্য রাখায় নাপোড়া বাজারে মেসার্স বিএল স্টোর, অনুরূপা ভাণ্ডারকে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এ দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, অভিযানে মহাসড়কের ওপর বসা সবজি, ফলসহ অন্যান্য দোকান অপসারণ করা হয়। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
বিই/টিসি