চট্টগ্রাম: নগরের পতেঙ্গা থানার মাদকের মামলায় মো. জালাল মিয়া (৪৩) নামে এক যুবককে ১৪ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালত এ রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহম্মেদ বাংলানিউজকে বলেন, মাদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মো. জালাল মিয়াকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, নগরের পতেঙ্গা থানার সি-বিচ রোড এলাকা থেকে ২০১৭ সালের ১৪ আগস্ট রাতে মো. জালাল মিয়াকে আটক করে র্যাব-৭ । এ সময় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন র্যাব-৭ এর ডিএডি মো. এনামুল হক বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেন। ২০১৭ সালের ৯ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়। এই মামলায় আদালত ৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
এমআই/টিসি