চট্টগ্রাম: সীতাকুণ্ড থানার ভাটিয়ারী ইউনিয়ন থেকে আবদুল করিম নামে এক ভুয়া পুলিশ উপপরিদর্শককে (এসআই) গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি ) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল করিম সীতাকুণ্ড এলাকায় পুলিশ পরিচয়ে প্রায় ১০ দিন ধরে স্থানীয় লোকজনকে হয়রানি ও টাকা আদায় করে আসছিলেন। শনিবারও স্থানীয় এক যুবককে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যান। পরে তিন হাজার টাকা আদায় করে তাঁকে ছেড়ে দেন। গতকাল সোমবার রাতে একটি চায়ের দোকান থেকে আরেক তরুণকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাচ্ছিলেন। সন্দেহ হওয়ায় স্থানীয় বাসিন্দারা তাকে চ্যালেঞ্জ করে খবর দেন থানায়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, করিম পুলিশের পরিচয়ে প্রতারক। প্রতারণার অভিযোগে করিমের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
এমআই/টিসি