ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

একদিনের রিমান্ডে চেয়ারম্যান লিয়াকত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
একদিনের রিমান্ডে চেয়ারম্যান লিয়াকত ...

চট্টগ্রাম: বাঁশখালীর গণ্ডামারায় পুলিশের ওপর হামলার মামলায় গণ্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান মো. লিয়াকত আলীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাঈনুল ইসলামের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

 

এর আগে সকাল সাড়ে ১১টায় মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. মাসুদ ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।

শুনানি শেষে আদালত চত্বর থেকে প্রিজন ভ্যানে তোলার সময় পুলিশের উদ্দেশে চেয়ারম্যান লিয়াকত আলী বলেন, আরও তিন-চারটি গাড়ি নিয়ে এসে ১০০টি মামলা দিলেও সমস্যা নেই।

গত ৯ ফেব্রুয়ারি ভোরে নগরের পাঁচলাইশ থানাধীন সুগন্ধা আবাসিক এলাকা থেকে মো. লিয়াকত আলীকে গ্রেফতার করেছিল চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। তখন পুলিশ জানিয়েছিলেন, একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গণ্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে বালু ভরাটের কাজ করছিল। গত ৮ ফেব্রুয়ারি একটি ট্রাক মালামাল নিয়ে কাজ করতে বিদ্যুৎকেন্দ্রে গেলে ফেরার পথে তাদের কাছ থেকে চাঁদা দাবি করে চেয়ারম্যান লিয়াকতের অনুসারীরা। এ সময় দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি পুলিশ মীমাংসা করতে গেলে পুলিশের ওপর চড়াও হয় তারা। একপর্যায়ে পুলিশের ওপর দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের ৪ সদস্য আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি করে। ওইসময় একটি অস্ত্র উদ্ধার করা হয়। লিয়াকত আলীর বিরুদ্ধে চাঁদাবাজি, পুলিশের ওপর হামলা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় তিনটি মামলা হয়েছিল। এইদিন লিয়াকত আলীকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো আদেশ দিয়েছিলেন বিচারক।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বাংলানিউজকে বলেন, গণ্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় পুলিশের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপের মামলার আসামি মো. লিয়াকত আলীর ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানির সময় আদালতে মো. লিয়াকত আলী উপস্থিত ছিলেন।  

আসামিপক্ষের আইনজীবী নুরুল আবছার বলেন, বিচারক লিয়াকত আলীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়া আরও দুইটি (চাঁদাবাজি ও অস্ত্র আইনের) পৃথক মামলায় পুলিশ লিয়াকত আলীর ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২০ ও ২৩ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।