ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘একুশের অবিনাশী চেতনায় রুখতে হবে দেশবিরোধী অপশক্তি’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
‘একুশের অবিনাশী চেতনায় রুখতে হবে দেশবিরোধী অপশক্তি’

চট্টগ্রাম: একুশে ফেব্রুয়ারি ঐতিহাসিক দিনটি বাঙালির আত্মপরিচয়ের সাহসী ঠিকানা। অমর একুশের পথ ধরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অসম সাহসী ও দূরদর্শী নেতৃত্বে স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলন সর্বোপরি মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের জীবনের বিনিময়ে বাঙালির বিজয় অর্জিত হয়েছে।

বিশ্বের ইতিহাসে বাঙালিই একমাত্র জাতি যারা নিজের মাতৃভাষায় কথা বলার অধিকার রক্ষায় জীবন দিয়েছে।

আজও বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়নি।

সুযোগ পেলেই মুক্তিযুদ্ধে পরাজিত জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ছোবল মারতে চায়। এমন ঘৃণ্য অপতৎপরতার বিরুদ্ধে নতুন প্রজন্মকে সজাগ ও সচেষ্ট থেকে একুশের চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে।

চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস্ ফোরাম -মুক্তিযুদ্ধ '৭১ এর উদ‍্যোগে সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ভাষা শহীদদের স্মরণানুষ্ঠান ও প্রদীপ প্রজ্বালন কর্মসূচিতে অংশ নেওয়া বিশিষ্টজনরা এসব কথা বলেন।  

সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ‍্যাপক মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার প্রধান আলোচক ছিলেন। বক্তব্য দেন সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গৌরীশংকর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, সংগঠনের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট  ইফতেখার রাসেল, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক খান, নারী বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, জসীম উদ্দিন, কোষাধ‍্যক্ষ হাজি সেলিম রহমান, আইন সম্পাদক সৈকত দাশ, সম্পাদক মণ্ডলীর সদস‍্য নাজিম উদ্দিন, আরিফ মঈনুদ্দিন, নুরুল হুদা চৌধুরী, নবী হোসেন সালাউদ্দিন, মোহাম্মদ আবুল কাশেম, নারীনেত্রী ফারজানা মিলা, মঈনুল আলম খান, ইব্রাহিম চৌধুরী, নারীনেত্রী সুপ্রিয়া চৌধুরী, পংকজ রায়, কামাল উদ্দিন, শফিকুর রহমান, সোহেল ইকবাল, নুরুল হোসেন মাসুদ, আবু তালেব সানী, মোস্তাফিজুর রহমান বিপ্লব, মামুন হোসাইন মেরিন, এসএম রাফি, এমএইচ মানিক, নয়ন মজুমদার, মোহাম্মদ আজমগীর, আসিফ ইকবাল, জামাল চৌধুরী, আয়মান উদ্দিন, রিমান বিন চৌধুরী, খালেদ সাইফুল্লাহ, ফয়সাল বাদশা, মেহেরুন নিপা প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।