ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসার জীবনীগ্রন্থ ‘তিনি একজন’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসার জীবনীগ্রন্থ ‘তিনি একজন’

চট্টগ্রাম: বইমেলায় পাঠকের কাছে পৌঁছে গেল বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ মুসার জীবনীগ্রন্থ ‘তিনি একজন’।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বইটির মোড়ক উন্মোচন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল।

তিনি  বলেন, বইটি পাঠককে দৃঢ়চেতা হওয়ার প্রেরণা জোগাবে। দেশের প্রতি মমতা বাড়াবে।

পাঠক বইট থেকে উপকৃত হবেন। বই মানুষকে সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে এবং জ্ঞানের দুয়ার খুলে গেলে অপশক্তির কপাট বন্ধ হয়ে যায়। নতুন পাঠক সৃষ্টি করতে ভালো বইয়ের বিকল্প নেই।

বইটি প্রকাশের উদ্যোগ নেওয়ায় জাগৃতি সংগঠনকে সাধুবাদ জানান অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল। ভবিষ্যতে আরও বেশি সামাজিক কাজে জাগৃতির পাশে থাকার আশ্বাস দেন তিনি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, ‘তিনি একজন’ বইটি পড়ে আমার মনে দৃঢ় বিশ্বাস জন্মেছে যে, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসা অবহেলিত শ্রমিক শ্রেণির স্বার্থসচেতনতাকে প্রাধান্য দিতেন। গণমানুষের অধিকারসচেতন এ ধরনের মনীষীর অনুসরণ করে আমরা সাম্যের সমাজ বিনির্মাণ করতে পারি।

আলোচনায় অংশ নেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এসএম রাশেদুল আলম, জাগৃতির সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ইফতেখার উদ্দীন মো. আলমগীর, লেখকের জ্যেষ্ঠ কন্যা সোনিয়া নার্গিস লিপি, শিশু সাহিত্যিক শুকলাল দাশ, লেখিকা রেহানা আক্তার, মেজাহেরুল ইসলাম, দৈনিক নয়াবাংলার সম্পাদক এনায়েত উল্লাহ হীরু, আবুল কালাম বাছিক, নাজিম উদ্দীন মো. ওসমান।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ মুসা উত্তর চট্টলার এক স্মরণীয় ব্যক্তিত্ব। তিনি ১৯৬৬ সালের ৬ সেপ্টেম্বর আরও কয়েকজন উদ্যমী যুবক মিলে প্রতিষ্ঠা করেন ‘জাগৃতি’। তিনি অনেকবার জাগৃতির সভাপতিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

এই স্মারক গ্রন্থটিতে মুদ্রিত হয়েছে মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ মুসার জীবন থেকে নেওয়া কিছু প্রকাশনা ও তার সহযোদ্ধার অনন্যতার বর্ণনা। তিনি স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছেন।  দৈনিক নয়াবাংলার সাংবাদিকতা ও আইন পেশার মাধ্যমে জনগণের সেবা করেছেন চট্টলার এই কৃতি সন্তান।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।