ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সুরাঙ্গনা সঙ্গীতালয়ে সংবর্ধনা সভা ও পুরস্কার প্রদান 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
সুরাঙ্গনা সঙ্গীতালয়ে সংবর্ধনা সভা ও পুরস্কার প্রদান  ...

চট্টগ্রাম: সুরাঙ্গনা সঙ্গীতালয়ে সংবর্ধনা সভা, বার্ষিক পুরস্কার ও সনদপত্র প্রদান অনুষ্ঠান শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় নগরীর সদরঘাট চট্টগ্রাম স্কলারস্ স্কুলে অনুষ্ঠিত হয়।  

স্কুল পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক বিশ্বজিৎ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডেসান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক তিনকড়ি চক্রবর্তী।

বিশেষ অতিথি ছিলেন কালের কন্ঠের ব্যুরো চীফ মুস্তফা নঈম, তৃষিত চৌধুরী এফসিএ, সাংবাদিক স্বরূপ ভট্টাচার্য, সাংবাদিক জাহেদ মোতালেব, ব্যবসায়ী হারুণর রশিদ, চিত্রশিল্পী তপন চক্রবর্তী, কবি আবু মুসা চৌধুরী, শিক্ষক বাবুল কুমার দে, ডা. ঝুমা চৌধুরী প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন স্কুলের পরিচালক ওস্তাদ পুরবী চক্রবর্তী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নজরুল সংগীত শিল্পী মিথুন চক্রবর্তী।  

প্রধান অতিথি বলেন, গান মানুষকে মানবিক করে। গান একটা শক্তি। যে মানুষ এক লাইন গানও জানে না তিনি পরিপূর্ণ মানুষ হতে পারেন না। তাই ছোটবেলা  থেকে গানের শিক্ষা নিলে মানুষ আরও মানবিক হয়ে উঠবে। তিনি সংস্কৃতি চর্চার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ সংস্কৃতিতে সমৃদ্ধ। গানের মাধ্যমে আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে।  

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পিঙ্কি রুদ্র, পন্থি দাশ, অনন্যা বনিক, অহনা চৌধুরী, অবন্তিকা, অংকিতা, অদিত্রি, প্রিয়ন্তি, ঋষিকা, অর্নিষা, অন্নেষা, শ্রেয়া স্বস্তিকা, দেবাক্ষি, অনিকা প্রমুখ। নৃত্য পরিবেশন করেন ত্রিধা চক্রবর্তী, অপরাজিতা ঘোষ, অদ্বিতীয়া মল্লিক, শ্রেয়া দে। শিক্ষার্থীদের সনদপত্র ও ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।