ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আগ্রাবাদে যুবলীগনেতা দেবাশীষ পাল দেবুর বিক্ষোভ মিছিল 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
আগ্রাবাদে যুবলীগনেতা দেবাশীষ পাল দেবুর বিক্ষোভ মিছিল  ...

চট্টগ্রাম: যুবলীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ  হিসেবে বিএনপি- জামায়াতের প্রত্যক্ষ মদদে সম্প্রীতি বিনষ্ট, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগ্রাবাদে বিক্ষোভ মিছিল হয়েছে।  

যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে শনিবার (১১ মার্চ) বিকেল ৩টায় আগ্রাবাদের জাম্বুরি মাঠ থেকে শুরু হয়ে এক্সেস রোড, বাদামতলী মোড়, শেখ মুজিব সড়ক হয়ে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী মোড়ে আসে।

সেখানে নগর যুবলীগ নেতা জাকের আহমেদ খোকনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আনিফুর রহমান লিটুর সঞ্চালনায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।  

এতে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা সেকান্দর আজম, যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, রায়হান নেওয়াজ সজীব, মো. লোকমান,  ইমতিয়াজ আহমেদ বাবলা, মো. ইসমাইল, সাজ্জাদ আলী জুয়েল সালাউদ্দিন, জহির রায়হান, সারোয়ার হোসেন, মো. সাজিবুল ইসলাম সজিব, ফারুক হোসেন সুমন, মনিরুল হক মনির, মো. এরমান, মো. শরীফ, হোসেন আহমেদ কিরন, মো. জুয়েল, টিপু খান, রমজান আলী, মো. হানিফ, মাহমুদুর রহমান বাপ্পী, আলী নুর রুবেল, মোস্তফা মামুন ভূঁইয়া, ওয়াহেদ রুবেল, নুরুল আজিম বাবুল, মো. আরমান, নুরে এলাহি সানি, মো. শোয়েব, মোমিনুল হক মাসুম, রোকন উদ্দিন, মাকসুদুর রহমান, মো. সোহেল, আওয়াল মুসা, মো. মাসুম, আব্দুল মোমেন রাজু, মো. শহীদ, মো. শাহনেওয়াজ সাকিন, ইব্রাহীম খলিল সাদ্দাম, আরিফুল হক, হোসনে মুরাদ মাহিন, মোহাম্মদ সাইমন, মাসুদ আরাফাত, ওমর ফারুক লিটন, মো. শহীদুল ইসলাম, মো. রাশেদুল আলম ইমু, সাইফুল ইসলাম, জামাল হোসেন, নাজমুল হক নোমান, তানজিম উদ্দিন, মো. রাজু, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, নুরুল ইসলাম রিয়াদ, মাইনুল হাসান সোহান, মো. আকিল, মামুন হোসেন আবির, সজীব কান্তি দাশ, আশরাফ, মো. নবী, আব্দুলাহ্ আল হাসান ইফতি, টারজান, মো. হিমেল, মো. সাকিব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।