ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চারুলতা বিদ্যাপীঠের শিক্ষার্থীরা পেল চমেক ২১ ব্যাচের ঈদ উপহার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
চারুলতা বিদ্যাপীঠের শিক্ষার্থীরা পেল চমেক ২১ ব্যাচের ঈদ উপহার ...

চট্টগ্রাম: ঈদ উপলক্ষে চারুলতা বিদ্যাপীঠের শিক্ষার্থীদের নতুন জামা দিয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ২১ ব্যাচ।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে খুলশী থানার তুলাতলী চারুলতা বিদ্যাপীঠ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

চারুলতার উপদেষ্টা ডা. ইমদাদ হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের গাইনি ও অবস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. সাহানারা চৌধুরী, ইউএসটিসির কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সাইদ মাহামুদ, মেরিন সিটি মেডিক্যাল কলেজের কার্ডিয়াক এনেসথেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মামুনুর রহমান, প্রফেসর ডা. নাসরিন বানু, পেডিয়াট্রিক সার্জন প্রফেসর ডা.আকবর হোসেন ভূঁইয়া ও প্রফেসর ডা.আব্দুস সালাম, চারুলতার সভাপতি ইসমাইল চৌধুরী।

উপস্থিত ছিলেন চারুলতার সহ-সভাপতি লাবিবা ইসলাম, যুগ্ম সম্পাদক শাহরিয়া আফরিন ঊর্মি, পার্থ সরকার প্রমুখ।

অনুষ্ঠানে তাঁরা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার পাশপাশি নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম, সততা ইত্যাদি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।  

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।