চট্টগ্রাম: পূর্ব শত্রুতার জের ধরে সাতকানিয়ায় প্রাকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এক শিশুসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছে।
রোববার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার এওচিয়ার ৯নং ওয়ার্ডের গাটিয়াডেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, কামরুল ইসলাম (৫০) ও রাফি রাইয়ান (৫)।
স্থানীয়রা জানান, কামরুল ইসলামের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল স্থানীয় যুবলীগ নেতা ছোট মানিক ও মিজানের সঙ্গে। এর জের ধরে দুপুরে কামরুলকে একা পেয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে তারা। এ সময় কামরুলের পাশে থাকা রাফি নামে ৫ বছরের এক শিশুও আহত হয়। পরে আহত অবস্থায় তাদের সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছির আরাফাত বাংলানিউজকে জানান, কামরুল নামে এক ব্যক্তিতে গুলি করা হয়। এ সময় তার পাশে থাকা এক শিশুও গুরুতর আহত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এ হামলা চালিয়েছে তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
এমআই/পিডি/টিসি