ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় কক্সবাজার জেলায় দুর্যোগকালীন ইমার্জেন্সি রেপিড রেসপন্স ও হেলথ কেয়ার টিম ঘোষণা করেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপ-কমিটি।
২২ সদস্যের এ কমিটিতে প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলামকে।
শনিবার (১৩ মে) সন্ধ্যায় ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির জরুরি এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন - আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, মোবাইল ফোন নম্বর : 01713- 221177।
কমিটির সমন্বয়করা হলেন- ডা : মো: মাহাবুবুর রহমান (সিভিল সার্জন, কক্সবাজার জেলা, মোবাইল :01715- 282637) ডা. মাহাবুবুর রহমান, (আহ্বায়ক, স্বাচিপ, কক্সবাজার জেলা, মোবাইল : 0171-722802), ডা. সৈয়দ মারুফ উর রহমান (সদস্য সচিব, স্বাচিপ, কক্সবাজার জেলা, মোবাইল: 01812-820148) ডা. মো: মমিনুর রহমান (তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল, কক্সবাজার মোবাইল : 01711-963538), ডা আশিকুর রহমান (আবাসিক মেডিকেল অফিসার, কক্সবাজার জেলা সদর হাসপাতাল, মোবাইল : 01717-122049), ডা. রাদিয়া আফরোজ (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কক্সবাজার সদর উপজেলা
মোবাইল : 01712- 375831), ডা. মো : লিমন, মোবাইল : 01913-363231
আরও রয়েছেন - রামু উপজেলায় ডা : নোবেল কুমার বড়ুয়া (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রামু, কক্সবাজার, মোবাইল : 01719-1303215) ডা. পুলক ধর, মোবাইল : 01816-435561, চকরিয়া উপজেলায় ডা.শোভন দত্ত, (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চকরিয়া, কক্সবাজার, মোবাইল : 01761- 223901) ডা. সাইমুল ইসলাম, মোবাইল : 01516-177852) কুতুবদিয়া উপজেলায় ডা. গোলাম মোস্তফা নাদিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কুতুবদিয়া, কক্সবাজার, মোবাইল : 01717-461148), ডা.খোকন বড়ুয়া, মোবাইল : 01686-361230, পেকুয়া উপজেলায় ডা. মহিউদ্দিন মাজেদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পেকুয়া, কক্সবাজার, মোবাইল : 01717- 814554 ডা : তাহমিদ, মোবাইল : 01742- 383444, মহেশখালী উপজেলায় ডা. মাহফুজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মহেশখালী, কক্সবাজার, মোবাইল : 01712- 124706, ডা : আজমল হুদা, মোবাইল : 01620- 957457, উখিয়া উপজেলায় ডা : রঞ্জন বড়ুয়া রাজন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উখিয়া, কক্সবাজার,
মোবাইল : 01716- 710127, ডা : মো : ইমরান, মোবাইল : 01680- 520056, টেকনাফ উপজেলায় ডা : আবুল কাশেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, টেকনাফ, কক্সবাজার, মোবাইল : 01718- 659095 ও ডা : প্রনয় রুদ্র, মোবাইল 01911-721307।
বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এসএএইচ