ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বিএনপির পথসভার বিপরীতে যুবলীগের অবস্থান কর্মসূচি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, মে ২৩, ২০২৩
চট্টগ্রামে বিএনপির পথসভার বিপরীতে যুবলীগের অবস্থান কর্মসূচি  ...

চট্টগ্রাম: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে আয়োজিত নগর বিএনপির পথসভার বিপরীতে সহিংসতাবিরোধী কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর যুবলীগ।

মঙ্গলবার (২৩ মে) বিকেলে মহানগর বিএনপি আয়োজিত পথসভার বিপরীতে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মনোয়ার উল আলম চৌধুরী নোবেলের নেতৃত্বে সহিংসতাবিরোধী মিছিল নগরের কর্নেলহাট মোড় থেকে শুরু করে অলংকার মোড়ে গিয়ে অবস্থান করে।

সেখানে অবস্থানকালীন বিএনপি নেতাকর্মীর একটি মিছিল থেকে বিচ্ছিন্নভাবে জনসাধারণের জান-মালের ওপর হামলা শুরু করলে যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া খেয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

অবস্থান কর্মসূচিতে নগর যুবলীগ নেতা মনোয়ার উল আলম চৌধুরী নোবেল বলেন, আমরা জানি বিএনপি নেতাকর্মীরা কর্মসূচির নামে উগ্রবাদী কার্যকলাপের মাধ্যমে জনগণের জান-মালের ক্ষয়ক্ষতি করে।

তাই আমরা যুবলীগের পক্ষ থেকে বিএনপি কর্তৃক যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ও জনগণের জানমাল রক্ষার্থে রাজপথে অবস্থান গ্রহণ করেছি। শুধু আজই নয় বিএনপির যেকোনো ধরনের সহিংসতা থেকে জনগণের জান-মাল রক্ষার্থে আমরা যুবলীগ সর্বদা প্রস্তুত রয়েছি।

এ সময়  উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সৈয়দ কায়নাদ মোর্শেদ কনক, এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুদ্দীন সাইফুল, সাবেক ছাত্রনেতা সৈয়দ, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য সাইফুর রহমান রাজু, দক্ষিণ জেলা যুবলীগ নেতা আবু শাহাদাত মুহাম্মদ সায়েম, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন, ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আবু তৈয়ব, ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী আলো, যুবলীগ নেতা নূর উদ্দিন মিল্টন, রবিন,আরিফ মুহাম্মদ হারুনী, পাহাড়তলী থানা যুবলীগ নেতা এনামুল হক আজিম, এসএম ফারুক, পাহাড়তলী স্বেচ্ছাসেবক লীগ নেতা রনি মজুমদার ,হুমায়ুন কবীর, আকবরশাহ্ থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা আজাদ প্রমুখ।  

অন্যান্যের মধ্যে আকবরশাহ্ থানা যুবলীগ নেতা গোলাম রাব্বানী রাফি, বাবু, হালিশহর একুশে ক্লাবের সভাপতি আবু সায়েদ হাফিজ, মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ার পলাশ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম, আতিফ, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদ আরদীন, কোতোয়ালী থানা ছাত্রলীগের সহ-সভাপতি আজাহার মুন্না , যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন সাজেন, ২১ নম্বর জামালখান ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুবায়েদুল আলম আশিক, পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম আকাশ, উপ তথ্য ও গবেষণা সম্পাদক আরাফাত হোসেন বিজয়, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা এমইউ সোহেল, নাজিম, ফারহান উদ্দিন খাঁন, ছাত্রনেতা রতন, তামিম, ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা মারুফ হোসেন, সিদ্ধার্থ শংকর দাশ,  ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা সিফাত হাবীব রবি, ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।