ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চিটাগং সায়েন্স কার্নিভ্যালে দুটি সাফল্য সিআইইউর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
চিটাগং সায়েন্স কার্নিভ্যালে দুটি সাফল্য সিআইইউর প্রতিযোগিতায় পুরস্কার হাতে সিআইইউর দুটি দলের শিক্ষার্থীরা।

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘চিটাগং সায়েন্স কার্নিভ্যাল ৩.০’ প্রতিযোগিতায় আবারও সাফল্য পেয়েছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীরা।  

প্রতিযোগিতায় ‘পোস্টার প্রেজেন্টেশন’ শাখায় চ্যাম্পিয়ন ও ‘হ্যাকাথন’ শাখায় রানার আপ হয়েছে সিআইইউর শিক্ষার্থীদের দুটি দল।

এর আগে সর্বশেষ ঢাকায় অনুষ্ঠিত ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২২’ প্রতিযোগিতায় চট্টগ্রাম থেকে সেরা হয়েছিল ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীরা।  

সম্প্রতি নানা আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সায়েন্টিফিক সোসাইটির উদ্যোগে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হয় এই সায়েন্স কার্নিভ্যাল।

অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও চট্টগ্রাম, ঢাকাসহ সারাদেশের একাধিক বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীরা অংশ নেন।  

প্রতিযোগিতায় ‘পোস্টার প্রেজেন্টেশন’ শাখায় সিআইইউর চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন: আদিবা হোসেন দিয়া এবং রিয়াদুল হক। অন্যদিকে ‘হ্যাকাথন’ শাখায় রানার আপ হওয়া দলের সদস্যরা হলেন:  সামাহ্ বিনত ফিরোজ এবং অভিরূপ দত্ত।  

এবারের আয়োজনে ছিল পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেসিং, হ্যাকাথন, রোবো সকার কম্পিটিশন, রেইন স্ট্রমিং, কুইজ প্রভৃতি সেগমেন্ট। স্কুল, কলেজ ও ৩১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি প্রফেশনালরাও অংশগ্রহণ করেন বিজ্ঞান মেলায়।  

সারা দেশের ৬১টি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এ আয়োজনে। প্রতিটি সেগমেন্টে বিজয়ীদের জন্য পৃথক ক্যাটাগরীতে পুরস্কারসহ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ১ লাখ ১১ হাজার টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।