ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭ ...

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫৭ জন নতুন রোগী নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে সরকারি হাসপাতালে ৪৭ জন এবং বেসরকারি হাসপাতালে ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

২০২৩ সালে এখন পর্যন্ত মোট ২ হাজার ৪০৯ ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর মধ্যে চলতি জুলাই মাসে পাওয়া যায় ১ হাজার ৯৪৪ জন।

এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু খবর দিয়েছে সিভিল সার্জন কার্যালয়। মেহেরিমা নামে দেড় বছরের শিশুটি গত ১৮ জুলাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়। পরে ২৫ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়। ডেঙ্গু শক সিনড্রমের কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চলতি বছর এখন পর্যন্ত ২৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাই মাসেই মারা গেছে ১৬ জন।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।