ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হারানো ২ লাখ টাকা মালিককে ফিরিয়ে দিল পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
হারানো ২ লাখ টাকা মালিককে ফিরিয়ে দিল পুলিশ ...

চট্টগ্রাম: সন্তানের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে এসেছিলেন মো. রহিম উদ্দিন। হাসপাতালে চিকিৎসার ১ লাখ ৯০ হাজার টাকা একটি ব্যাগে ভরে সিএনজি অটোরিকশায় চড়ে নগরের বিবিরহাট দুই নম্বর গলির বাসা থেকে চমেক হাসপাতালে ফিরছিলেন তিনি।

ভুল করে সেই ব্যাগটি না নিয়েই হাসপাতালে মেইন গেইটে ভাড়া দিয়ে সিএনজি থেকে নেমে যান। পাঁচ মিনিট পরে সেখানে সেই সিএনজি আর পাননি রহিম।
সেখানে কান্নাকাটি করলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বিষয়টি জানতে পারে। পুলিশ হারিয়ে যাওয়ার জিডি নিয়ে তদন্ত নেমে পড়ে। একাধিক স্থানের ভিডিও ফুটেজ সংগ্রহ করে সিএনজি শনাক্ত করে মালিকের সঙ্গে যোগাযোগ করে। কয়েক ঘণ্টার মধ্যেই সেই টাকা উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিয়েছে নগরের পাঁচলাইশ থানা পুলিশ।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে পাঁচলাইশ থানায় ভুক্তভোগী মো. রহিমের হাতে হারিয়ে যাওয়া টাকার ব্যাগ তুলে দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা ও চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুর উল্লাহ আশেক।  

হারিয়ে যাওয়া টাকার মালিক মো. রহিম বাংলানিউজকে বলেন, মঙ্গলবার সকালে নগরের বিবিরহাট বাসা থেকে একটি ব্যাগে ১ লাখ ৯০ হাজার টাকাসহ আমার অসুস্থ সন্তান, স্ত্রী ও বড় বোনকে নিয়ে বিবিরহাট দুই নম্বর গলি থেকে চমেক হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে সিএনজিতে ওঠি। পরে চমেক হাসপাতালে মূল গেইটে সিএনজি চালককে ভাড়া দিয়ে সবাই নেমে পড়ি। কিছুদূর যাওয়ার পর ব্যাগের কথা মনে পড়লে স্ত্রীর কাছে ব্যাগ কোথায় জানতে চাইলে তিনি বলেন, নেননি সিএনজি থেকে। যেখানে নেমেছিলাম সেখানে ছুটে গিয়ে দেখি সিএনজি চলে গেছে। পরে আশেপাশে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে সিএনজি  না পেয়ে পুলিশকে জানানো হলে পুলিশ টাকাগুলো উদ্ধার করে দেয়।  

তিনি বলেন, হারানো টাকা পুলিশ এত দ্রুত উদ্ধার করে দিতে পারবে তা আমি চিন্তাও করিনি। এখন আমি অনেক খুশি। একজন অসহায়ের পাশে এভাবে দাঁড়ানোর জন্য পুলিশের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই।  

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বাংলানিউজকে বলেন, টাকা হারিয়ে যাওয়ার অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ ছুটে যান এবং আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই সিএনজি অটোরিকশা শনাক্ত করা হয়। সিএনজির মালিকের সঙ্গে যোগাযোগ করে সিএনজি চালককেও শনাক্ত করা হয়। মানবিক দিক বিবেচনা করে খুবই দ্রুততার সঙ্গে কাজটি করার চেষ্টা করেছে পুলিশ।  

চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বাংলানিউজকে বলেন, সিএনজি অটোরিকশা চালক শনাক্ত হওয়ার পর চালক টাকার বিষয়টি অস্বীকার করে। পরে চালকের বাসায় অভিযান চালিয়ে ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগে টাকা ও অন্য জিনিসপত্র ছিল। টাকাসহ ব্যাগটি প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করা হয়েছে। মানবিক দিক বিবেচনা করে খুবই দ্রুততার সঙ্গে কাজটি করার চেষ্টা করেছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।