ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অস্ত্র-গুলিসহ ওয়ার্ড যুবদলের সভাপতি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
অস্ত্র-গুলিসহ ওয়ার্ড যুবদলের সভাপতি গ্রেফতার শফিকুল ইসলাম সোহেল

চট্টগ্রাম: সীতাকুণ্ড থানার সলিমপুর ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শফিকুল ইসলাম সোহেলকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করা হয়েছে।  

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে জঙ্গল সলিমপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে আটটার দিকে জঙ্গল সলিমপুর থেকে শফিকুল ইসলাম সোহেলকে গ্রেফতার করা হয়েছে।  এ সময় একটি ওয়ান শ্যুটার গান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়:২১০৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।