ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বেপরোয়া লেগুনা কেড়ে নিল নারীর প্রাণ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৪
বেপরোয়া লেগুনা কেড়ে নিল নারীর প্রাণ

চট্টগ্রাম: সীতাকুণ্ডে বেপরোয়া গতিতে আসা লেগুনার চাপায় প্রাণ গেল রোকসানা আক্তার নামে এক নারীর।  

শনিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় সীতাকুণ্ড পৌরসভার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকসানা আক্তার (৩০) পৌরসদরের আমিরাবাদ গ্রামের নুরুল আলমের মেয়ে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাকিম জানান, সকালে পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় দুই নারী রাস্তা পারাপারের সময় ঢাকামুখী সড়কে বেপরোয়া গতিতে আসা একটি লেগুনা তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই রোকসানা আক্তারের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন মরিয়ম বেগম নামে আরও একজন। আহত মরিয়মকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক লেগুনাটি আটক করলেও চালক পলাতক ছিল।  আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৪
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।