ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তিনটি কনটেইনার ডিপোতে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, মে ২১, ২০২৪
তিনটি কনটেইনার ডিপোতে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি ...

চট্টগ্রাম: নগরের বেসরকারি কনটেইনার ডিপো এসএপিএলে সিঅ্যান্ডএফ কর্মচারীদের ওপর হামলার ঘটনায় তিনটি ডিপোতে কর্মবিরতি পালন করছে সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়ন।  

মঙ্গলবার (২১ মে) এসএপিএলের ২টি, ইস্পাহানি কনটেইনার ডিপোতে কর্মবিরতি চলছে।

 

জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বাংলানিউজকে জানান, সিঅ্যান্ডেএফ কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে ইউনিয়ন তিন ডিপোতে কর্মবিরতি পালন করছে। আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বার্তা হচ্ছে- যেহেতু ডিপোর রপ্তানি, বৈদেশিক মুদ্রা আহরণ, শিপমেন্ট ইত্যাদি স্পর্শকাতর বিষয় তাই আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধান করা উচিত।

ডিপো মালিকদের সংগঠন বিকডার একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, এসএপিএলের তিনটি ডিপোসহ আরেকটি ডিপোতে সিঅ্যান্ডএফ শ্রমিকরা কাজ বন্ধ রেখেছে শুনেছি। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মে ২১, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।