ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জামালখানে সম্প্রীতির আড্ডা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
জামালখানে সম্প্রীতির আড্ডা ...

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার জামালখান মোড়ে বৈষম্যনিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বানে অভিনব সম্প্রীতির আড্ডা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের শিক্ষার্থী ও বিভিন্ন পেশার কিছু তরুণদের উদ্যোগে এ আয়োজন করা হয়।

আড্ডায় মুসলিম, হিন্দু, বৌদ্ধসহ সব সম্প্রদায়ের নানা বয়স শ্রেণি পেশার মানুষ অংশ নেন। বৈষম্যবিরোধী এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কথা হয় আড্ডায়।
এভাবেই বিভিন্ন বয়সী ছেলেমেয়েদের কথায় উঠে আসে অসাম্প্রদায়িক বাংলাদেশের চিন্তা। তারা ধর্মীয় পরিচয় বাদ দিয়ে বাংলাদেশের নানা সমস্যা সমাধান করতে এখন কাজ করে যেতে চান। দুর্নীতিরোধ, নারীর ক্ষমতায়ন, বিভিন্ন অনিয়ম, মাদকের বিরুদ্ধে সংগ্রাম এবং মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য কাজ করে যাওয়ার কথাও বলেন।  

জানা যায়, গত সোমবার চট্টগ্রামের সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও ফিল্মমেকার সাইদ খান সাগর ফেসবুকে ঘোষণা দেন, ধর্ম নিয়ে বর্তমানে কিছু মানুষ রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে, তার বিপরীতে ইসলাম ধর্মের অনুসারীরা রোজা রেখে এবং অন্য ধর্মাবলম্বীরা তাদের উপাসনালয়ে উপাসনা করবেন। তারপর সন্ধ্যায় ইফতারের সময়ে সব ধর্মের বন্ধুরা নগরের জামালখানে খাবার খাওয়ার আহবান জানান। এ সময় তার সঙ্গে সংহতি প্রকাশ করেন ডা. মুকিত ওসমান চৌধুরী, শিক্ষার্থী বিন ইয়ামিন অনি, সাইফুল্লাহ নাদিম, কাজী রাকিব, মোবারক হোসেন সজীব প্রমুখ। সবাই মিলে চট্টগ্রামের সর্বস্তরের মানুষের কাছে এই আহবান পৌঁছে দেন। তাতেই সাড়া দিয়ে মানুষ উপস্থিত হন জামালখানে। প্রায় দেড়শ’ মানুষ উপস্থিত ছিলেন।

আড্ডায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিজয় সেন বলেন, বাংলাদেশে সব ধর্মের সম্প্রীতি বজায় রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা।  

ঋত্বিক বড়ুয়া বলেন, আমি বাংলাদেশি, সংখ্যালঘু নই। এটাই একমাত্র পরিচয়। এই পরিচয়ে পরিচিত হতেই ভালোবাসি।  

সাইফুল্লাহ নাদিম জানান, সরকারের পদত্যাগের পর থেকেই রাত জেগে তারা পাহারা দিচ্ছেন অন্য ধর্মাবলম্বীদের বাড়ি, উপাসনালয় প্রভৃতি। কেবল সংখ্যালঘু পরিচয়ে তারা এটা করছেন না। তারা করছেন বাংলাদেশের কল্যাণে।  

চট্টগ্রামের সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও ফিল্মমেকার সাইদ খান সাগর বলেন, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর এটা খুবই অনুমেয় ছিল যে, সংখ্যালঘু হামলার মতো নিকৃষ্ট কিছু কাজ করে মানুষ ফায়দা হাসিলের চেষ্টা করবেন। বাংলাদেশকে বহির্বিশ্বে খারাপ হিসেবে উপস্থাপন করার জন্য দেশের এই শত্রুরা এসব কাজে নিজেদের জড়িয়েছেন। অথচ তাদের এই নিচু কাজের জন্য সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে এই নিরীহ মানুষদের।  

তিনি বলেন, আমরা এই আড্ডা ডেকেছি এটুকু বোঝাতে, বাংলাদেশে সংখ্যালঘু বলতে বিশেষ কিছু নেই। আমরা সবাই প্রজাতন্ত্রের নাগরিক। তাই আমাদের নাগরিক অধিকার দিতে হবে। এই নাগরিক অধিকার পেতে হলে ধর্মীয় পরিচয় ভুলে আমাদের একত্র হতে হবে। কেউ যেন ধর্মকে ব্যবহার করে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে না পারে, সে লক্ষ্যে সচেতন থাকতে হবে। একই সঙ্গে সংখ্যালঘু হামলার নামে যে ভুল তথ্য ও প্রপাগাণ্ডা ছড়াচ্ছে বহির্বিশ্বে, সে ব্যাপারেও সচেতন করে তোলাটা জরুরি।  

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।