ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জিপিএইচের সম্প্রসারিত প্ল্যান্টে নতুন ফার্নেস স্থাপনের উদ্যোগ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
জিপিএইচের সম্প্রসারিত প্ল্যান্টে নতুন ফার্নেস স্থাপনের উদ্যোগ

চট্টগ্রাম: ডিজিটাল প্ল্যাটফর্মে জিপিএইচ ইস্পাত লিমিটেডের শেয়ারহোল্ডারদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (২০ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির।

 

সভার এজেন্ডা অনুযায়ী ৩টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ১৫ টাকা ইস্যু মূল্যে (৫ টাকা প্রিমিয়ামসহ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে ইস্যু করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ২৪১ কোটি ৯৪ লাখ টাকা মূলধন সংগ্রহ করা হবে এবং এর মাধ্যমে কোম্পানির সম্প্রসারিত প্ল্যান্টে একটি নতুন ফার্নেস স্থাপন করা হবে।

সভায় রাইট শেয়ার ইস্যুর প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য দেন গ্রুপের চেয়ারম্যান এবং জিপিএইচ ইস্পাত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল। উপস্থিত ছিলেন পরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান, মোহাম্মদ আব্দুল আহাদ, মোহাম্মদ আজিজুল হক, স্বতন্ত্র পরিচালক শফিউল আলম খান চৌধুরী ও মুখতার আহমদ।

প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন নির্বাহী পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) কামরুল ইসলাম এফসিএ। সভা সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোশাররফ হোসেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।