ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বন্দরে প্রাইমমুভার ট্রেইলার শ্রমিক ধর্মঘট 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
বন্দরে প্রাইমমুভার ট্রেইলার শ্রমিক ধর্মঘট  ফাইল ছবি

চট্টগ্রাম: কনটেইনার পরিবহনের বিশেষায়িত গাড়ি প্রাইমমুভার ট্রেইলার শ্রমিকদের ধর্মঘটে দিনভর বিঘ্ন ঘটেছে আমদানি-রপ্তানি পণ্যভর্তি কনটেইনার ডিপোতে আনা-নেওয়ার কাজে। তবে বন্দরের ভেতরে জেটির জাহাজ, ইয়ার্ড ও টার্মিনালে কনটেইনার লোড-আনলোড, স্থানান্তর কার্যক্রম স্বাভাবিক ছিল।

 

সোমবার (২১ অক্টোবর) সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার শ্রমিক ধর্মঘটের ডাক দেয় চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ট্রেইলার, কনক্রিট মিক্সার , ফ্ল্যাটবেড ও ড্রামট্রাক শ্রমিক ইউনিয়ন।  

মোহাম্মদীয়া এন্টারপ্রাইজের মালিকানাধীন প্রাইমমুভার ট্রেইলার চালক ও সহকারীদের নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র ও সরকার ঘোষিত নিম্নতম মজুরি প্রদান, শ্রমঘণ্টা বাস্তবায়ন ইত্যাদি বাস্তবায়নের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়।

এর ফলে বন্দর থেকে অনচেসিস ডেলিভারির রপ্তানি পণ্যবোঝাই কনটেইনারগুলো বেসরকারি অফডক থেকে জাহাজীকরণের জন্য বন্দরে আনা এবং বন্দর থেকে আমদানি পণ্যবোঝাই কনটেইনার ডিপোতে নেওয়া কার্যত বন্ধ ছিল।  

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বাংলানিউজকে বলেন, প্রাইমমুভার ট্রেইলার শ্রমিক ধর্মঘটের কারণে ডিপো থেকে রপ্তানি পণ্যবোঝাই কনটেইনার আসতে পারেনি বন্দরে। এ ছাড়া জেটি, ইয়ার্ড ও টার্মিনালের কার্যক্রম স্বাভাবিক ছিল।  

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রাইমমুভার ট্রেইলার শ্রমিকদের সঙ্গে তাদের মালিকপক্ষের সমঝোতা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। আশাকরি, দ্রুত সমাধান হয়ে যাবে।  

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।