ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে সুলভ মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
কর্ণফুলীতে সুলভ মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও অসাধু সিন্ডিকেট ভাঙতে সুলভ মূল্যে ডিম ও নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা জেলা প্রশাসক ফরিদা খানমের নির্দেশনায় এবং কর্ণফুলী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ কার্যক্রম শুরু হয়।

এ কার্যক্রমের উদ্বোধন করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত।

এ কার্যক্রমে সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, স্যানিটারি ইন্সপেক্টর, উপসহকারী প্রকৌশলী, পিআইও অফিস, ছাত্র প্রতিনিধিরা ও কর্ণফুলী থানা পুলিশ।

 

বৃহস্পতিবার উপজেলার ফকিরনিরহাট বাজারে ১৪০ টাকা প্রতি ডজন মূল্যে ৩ হাজার ডিম এবং সরাসরি কৃষকের উৎপাদিত সবজি বিক্রি কার্যক্রম গ্রহণ করা হয়।  

নিত্যপণ্যের দামকে সাধারণ মানুষের নাগালে আনতে এ কার্যক্রম চলমান থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।