ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চমেক হাসপাতালে খাবার পানির প্ল্যান্ট চালু করলো শামসুল হক ফাউন্ডেশন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
চমেক হাসপাতালে খাবার পানির প্ল্যান্ট চালু করলো শামসুল হক ফাউন্ডেশন 

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করলো মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে দূরদূরান্ত থেকে আগত রোগী ও স্বজনদের জন্য পানির প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে এই পানির ব্যবস্থা করা হয়েছে।

এতে খুশি রোগী ও রোগীর স্বজনরা।

প্লান্টির উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ তসলিম উদ্দিন।

এ সময় হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি ও ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. তৈয়ব সিকদার, রোগী কল্যাণ সমিতির সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা উপস্থিত ছিলেন।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, দূর দূরান্ত থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রতিদিন হাজার হাজার রোগী এসে থাকে। এতোদিন তাদের জন্য বিশুদ্ধ পানির কোন ব্যবস্থা ছিল না। এখন থেকে পানির জন্য তাদের আর হাহাকার করতে হবে না।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ২০০৬ সাল থেকে কার্যক্রম শুরু করে। এরপর থেকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যসহ বিভিন্ন ধরণের মানবিক সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফাউন্ডেশনটি।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।