চট্টগ্রাম: চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. ওমর ফারুক সাগর বলেছেন, গণহত্যার বিচারের দাবিতে দেশের জনগণ ঐক্যবদ্ধ। যে সকল ছাত্র জনতা আওয়ামী বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছে তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে।
বৃহস্পাতিবার (৩১ অক্টোবর) বিকেলে জুলাই আন্দোলনের শহীদদের হত্যার প্রতিবাদে এবং চাঁদাবাজির বিরুদ্ধে চট্টগ্রাম কলেজ মোড় থেকে চকবাজার মোড়ে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত ফ্যাসিবাদী সরকার লুটপাট করে দেশের অর্থনীতি পঙ্গু করে দিয়েছে জানিয়ে জুলাই আন্দোলনের গুলিবিদ্ধ ছাত্রনেতা মো.ওমর ফারুক সাগর বলেন, শেখ হাসিনা এক সময় গর্ব করে বলেছিল, আওয়ামী লীগের শেখ হাসিনা পালায় না। তাহলে ৫ আগস্ট কেন পালাতে হল? রান্না করা খাবার পর্যন্ত কপালে জুটে নাই। এটা আল্লাহর পক্ষ থেকে গুম, খুন ও দুঃশাসনের বিচার হয়েছে। ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম ছাত্র জনতার আন্দোলনের প্রথম শহীদ। চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম, তানভীর ও রাব্বি সহ শহীদদের রক্তে মাখা আমাদের চট্টগ্রাম। এখন খুনি হাসিনাসহ যেসকল ব্যক্তিরা গণহত্যার সাথে জড়িত তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাবউদ্দিন, ছাত্রদল নেতা হৃদয়, জায়েদ, মুজাহিদ, সালমান, মেহেদী, আরবি প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এমআই/পিডি/টিসি