চট্টগ্রাম: বিএনপি নেতাদের চাপে বন্ধ হয়ে যাওয়া নির্বাচন দ্রুত আয়োজনের দাবি জানিয়েছে চট্টগ্রামের রাঙ্গাদিয়া উত্তর বন্দর শ্রমিক ইউনিয়ন।
রোববার (০৩ নভেম্বর) দুপুরের দিকে চট্টগ্রাম নগরের জামালখান এলাকায় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সন্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, আনোয়ারার স্থানীয় আওয়ামীলীগ নেতা এম এম আজিজের কারণে গত ৯ বছর এই সংগঠনে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতির পর শ্রম দপ্তরের নির্দেশনায় ৩ নভেম্বর নির্বাচনের দিন ধার্য করা হয়েছিল।
নজরুল ইসলামের অভিযোগ, আওয়ামী লীগের মতোই বিএনপি নেতারা আধিপত্য বিস্তারে নেমেছে। বিশেষ করে আনোয়ারার সিইউএফএল, কাফকো ও ড্যাপ সার কারখানায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে তাঁরা।
এর আগে রাঙ্গাদিয়া উত্তর বন্দর ঠিকাদার শ্রমিক ইউনিয়ন নির্বাচনে বাধা প্রদান ও ষড়যন্ত্র বন্ধের দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকেরা।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
বিই/টিসি