ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রিহ্যাব চট্টগ্রামের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
রিহ্যাব চট্টগ্রামের মতবিনিময় সভা ...

চট্টগ্রাম: রিহ্যাব চট্টগ্রামের উদ্যোগে দেশের বর্তমান প্রেক্ষাপটে বিহ্যাবের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ নভেম্বর) রিহ্যাবের রিজিওনাল অফিসে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন।

সভায় দেশের বর্তমান প্রেক্ষাপটে রিহ্যাব এর করণীয় সম্পর্কে রিহ্যাব সদস্যদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।  

এ সময় সভার সভাপতি বলেন, দেশের বর্তমান প্রেক্ষপটে রিয়েল এস্টেট সেক্টর বহুমূখী সমস্যা অতিক্রম করছে।

এই কঠিন সময় থেকে উত্তরণের জন্য রিহ্যাব সদস্যদের মধ্যে ঐক্য সম্প্রীতি, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সমস্যা থেকে উত্তরণের জন্য সকলের মতামত ও পরামর্শ একান্ত প্রয়োজন।  

সভা সঞ্চালনা করেন রিহ্যাব এর সাবেক পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান এবং সিপিডিএল’র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন।  

রিহ্যাব এর পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান বলেন, টেকসই উন্নয়নের জন্য রিয়েল এস্টেট সেক্টরের ম্যানেজমেন্ট, কমকর্তা এবং কর্মচারীদের জন্য নিয়মিতভাবে সেফটি সিকিউরিটি, ট্যাক্স, ভ্যাট এবং এই সেক্টরের সাথে সম্পৃক্ত অন্যান্য বিষয়ের উপরে যথাযথ কর্তৃপক্ষের অংশগ্রহণে সেমিনার, ওয়ার্কশপ ও মতবিনিময় সভা আয়োজনের পদক্ষেপ গ্রহণ করেছি।  

রিহ্যাব এর সাবেক ইসি মেম্বার ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান এবং ইক্যুইটি প্রোপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. কাজী আইনুল হক বলেন, সততার সঙ্গে, প্রতিশ্রুতি এবং দায়বদ্ধ থেকে আইন ও নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্যবসা করলে ব্যবসায় টিকে থাকা যায়। সেক্ষেত্রে সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের দীর্ঘসূত্রিতা ছাড়া সহযোগিতা প্রয়োজন।

রিহ্যাব এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান এবং এপিক প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এস এম আবু সুফিয়ান বলেন, দেশের উন্নয়নের জন্য আবাসন ব্যবসায়ীদের সমস্যা নির্ণয় করে সমাধানের জন্য আমাদেরকে সিডিএ, সিটি করপোরেশন সহ অন্যান্য সংস্থা এবং দপ্তরগুলোর সাথে মতবিনিময় করে সমস্যা সমাধান করতে হবে। এক্ষেত্রে সকলের সদিচ্ছা ও আন্তরিক সহযোগীতা একান্ত প্রয়োজন।  

রিহ্যাব সাবেক ইসি মেম্বার ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সেক্রেটারি এবং ফিনলে প্রপার্টি ম্যানেজমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক মোফাখখারুল ইসলাম বলেন, নিজের উপর আত্মবিশ্বাস রেখে ডেভেলপারদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আবাসন ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের যোগাযোগ করে সমস্যার সমাধানের পথ বের করতে হবে।  

সভায় আরও বক্তব্য রাখেন, রিহ্যাব সদস্য জেএস বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাফর, র‌্যাংকস এফসি প্রাপার্টিজ লিমিটেডের পরিচালক মাহবুব সোবহান জালাল তানভীর, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম, নূর উদ্দীন আহম্মদ, জনাব মাইনুল হাসান এবং রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সদস্যবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।