ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আ.লীগের কাউন্সিলরদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে: ডা. শাহাদাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
আ.লীগের কাউন্সিলরদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে: ডা. শাহাদাত ...

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি সবসময় জনগনের জন্য কাজ করেছে। আর আওয়ামী লীগের কাউন্সিলররা ওয়ার্ডে ওয়ার্ডে দুর্নীতি করেছে।

প্রত্যেকটা ওয়ার্ডের দুর্নীতির প্রমাণ আমার কাছে আছে। অচিরেই আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলরদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে।
 

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে নগরের কাজীর দেউরী নাসিমন ভবন দলীয় কার্যালয়ের মাঠে নগরের ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।  

সাম্প্রতিক বর্ষায় চট্টগ্রামের রাস্তাগুলোতে খানাখন্দের সৃষ্টি হয়েছে জানিয়ে কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেন, ওয়ার্ড়ের কোনো কোনো রাস্তা ও নালা জরুরি ভিত্তিতে কাজ করতে আমাকে তালিকা করে দিবেন। তাছাড়া সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা মশার স্প্রে ও ময়লা আবর্জনা ঠিকমতো পরিষ্কার করছে কিনা দেখবেন, না করলে আমাকে জানাবেন। নগরের অনেক খাল এখন ডাস্টবিনে পরিণত হয়ে আছে। এগুলো পরিষ্কার করতে নির্দেশ দিয়েছি। এখন আপনাদের অনেক দায়িত্ব। সামনে কিন্তু নির্বাচন। তাই আপনারা যদি জনগনের জন্য কাজ না করেন তাহলে নির্বাচন করা কঠিন হয়ে যাবে।  

তিনি আরও বলেন, চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রমে আপনাদের সহযোগিতা চাই। সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রমে আপনাদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই। তা নাহলে জনগণের অভিযোগ আসতে থাকবে। আপনারা যারা সামনে ওয়ার্ডে নির্বাচন করার চিন্তা করছেন এখন থেকে কাজ করা শুরু করেন।  

কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য মো. কামরুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মো. সালাউদ্দিন, মামুনুল ইসলাম হুমায়ুন, মশিউল আলম স্বপন, মোশাররফ হোসেন ডিপটি, হানিফ সওদাগর, সরফরাজ কাদের চৌধুরী রাসেল, মোহাম্মদ আজম, মো. ইসমাইল বালি, বিএনপি নেতা শামসুল ইসলাম, থানা বিএনপির সভাপতি আবদুস সাত্তার সেলিম, মো. সেকান্দর, আবদুল্লাহ আল হারুন, এম আই চৌধুরী মামুন, থানা সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, মো.শাহাবুদ্দীন, জসিম উদ্দিন জিয়া, মাঈনুউদ্দীন চৌধুরী মাঈনু, আবদুল কাদের জসিম, নুর হোসাইন, গিয়াস উদ্দিন ভূইয়া ও কাওসার হোসেন বাবু সহ ৪৩ ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।