ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সবজির দাম নিয়ে কাটেনি ক্রেতার অস্বস্তি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
সবজির দাম নিয়ে কাটেনি ক্রেতার অস্বস্তি ...

চট্টগ্রাম: বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে আলু। তবে শীতকালীন সবজির সরবরাহ ভালো থাকায় দাম কিছুটা কমলেও ক্রেতারা বলছেন, সবজির দাম নাগালের মধ্যে আসেনি এখনও।

সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে এসব সবজির দাম।

শুক্রবার (২৯ নভেম্বর) নগরের চকবাজার, কাজীর দেউড়ি, বহদ্দারহাট, কর্ণফুলী কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, আলু বিক্রি হচ্ছে মানভেদে ৭০ থেকে ১২০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা, পেঁপে ৫০ টাকা, বরবটি ৮০ টাকা, ফুলকপি ৮০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা, মুলা ৬০ টাকা, শিম ১২০ টাকা, করলা ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, টমেটো ১৬০ টাকা, লাউ ৩০-৪০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, এবং পটল ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ঢেঁড়স কেজিতে ২০ টাকা কমে ৭০ টাকা, শসা ৬০-৭০ টাকা ও গাজর ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

৭৫০ থেকে ৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। ব্রয়লার ১৭০ ও সোনালি ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কেজিতে ১০ টাকা বেড়ে ৩১০ টাকায় বিক্রি হচ্ছে সোনালি মুরগি। ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে এক ডজন ডিম। মাছের মধ্যে পোয়া ২৮০, লইট্টা ২০০, পাবদা ৪০০-৪৫০, রূপচাঁদা ৫৫০-৬৫০, তেলাপিয়া ১৮০-২২০, পাঙাস ১৭০-২০০, রুই ৩৫০-৩৮০, কাতল ৩৫০, মৃগেল ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চট্টগ্রামের বাজারে সবজি সরবরাহ করা হয় বৃহত্তর সবজির আড়ত রিয়াজউদ্দিন বাজার থেকে। আড়তদাররা জানিয়েছেন, চট্টগ্রামে অধিকাংশ সবজি আসে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে। স্থানীয় বাজারের চাহিদা মেটাতে চট্টগ্রামের আশপাশের উপজেলা থেকে সবজি সরবরাহ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।