ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাউদার্ন ইউনিভার্সিটিতে আন্তঃবিভাগ মুট কোর্ট প্রতিযোগিতা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
সাউদার্ন ইউনিভার্সিটিতে আন্তঃবিভাগ মুট কোর্ট প্রতিযোগিতা  ...

চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর মুট কোর্ট সোসাইটির (এসইউবিএমসিএস) উদ্যোগে  আন্তঃবিভাগ মুট কোর্ট প্রতিযোগিতা সিজন-৪ অনুষ্ঠিত হয়েছে।  

সম্প্রতি স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে বিশ্ববিদ্যালয়ের হল রুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর মহিউদ্দিন খালেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান।  

আইন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন টিম অংশ নেয়।

এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘টিম ল ফিক’ এবং রানার—আপ হয় ‘টিম জাস্টিস সিকার’।  

প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। বেস্ট মুটার পুরস্কার, বেস্ট প্রমিসিং মুটার, বেস্ট মেমোরিয়াল এবং বেস্ট রিসার্চার পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।  

সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সুরাইয়া মমতাজ। এছাড়াও অনুষ্ঠানে আইন বিভাগের শিক্ষক, এলামনাই এবং মুট কোর্ট সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।  

পরে মুট কোর্ট সোসাইটির মডারেটর মোহাম্মদ জাহেদুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করেন। তিনি বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা আইনি দক্ষতা বৃদ্ধি এবং বিচার প্রক্রিয়ার বিভিন্ন দিক অনুশীলনের সুযোগ পেয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।