ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে কলেজ ছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
ফটিকছড়িতে কলেজ ছাত্রের মৃত্যু ...

চট্টগ্রাম: ফটিকছড়িতে দ্রুতগতিতে আসা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. জুবায়ের (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।  

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে পৌরসভার রাঙামাটিয়া রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জুবায়ের (১৯) ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. খোরশেদ সওদাগরের ছেলে। সে ফটিকছড়ি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, আহত এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। দুর্ঘটনায় তার হাত-পা ভেঙে যাওয়ায় আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।  

স্থানীয় ইউপি সদস্য মো. মুছা জানান, সকালে পরীক্ষা দিতে যাওয়ার পথে পৌরসভার রাঙামাটিয়া রাবার বাগান এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকে চিকিৎসকরা চমেক হাসপাতালে পাঠিয়ে দেন। চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।