ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাস্তার পাশে মিললো বিমানবন্দর কর্মচারীর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
রাস্তার পাশে মিললো বিমানবন্দর কর্মচারীর মরদেহ ...

চট্টগ্রাম: পতেঙ্গায় রাস্তার পাশ থেকে ওসমান সিকদার নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে শাহ আমানত বিমানবন্দর সংলগ্ন লিংক রোড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

ওসমানের বাড়ি হাটহাজারী উপজেলায়। তিনি বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

বিমানবন্দর সংলগ্ন সরকারি কোয়ার্টারের বাসায় থাকতেন।  

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বাংলানিউজকে বলেন, বিমানবন্দর সংলগ্ন লিংক রোডের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। পরিবারের সদস্যরা এসে শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও বলেন, পরিবারের দাবি ওসমান বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিল। তাকে হত্যা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।