চট্টগ্রাম: কর্ণফুলীর চরপাথরঘাটা এলাকায় গ্যারেজে সৃষ্ট আগুনে পুড়েছে অটোরিকশা ও মোটরসাইকেল সহ ৩৪টি যানবাহন। পুড়ে গেছে পাশে থাকা একটি মুদির দোকানও।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ১ নম্বর ওয়ার্ড নুর নবী চেয়ারম্যান বাড়ি এলাকার নুরুল আমিনের গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
কর্ণফুলী মডার্ণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমরান হোসেন জানান, ভোর রাতে গ্যারেজে আগুনের খবর পেয়ে পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার ফাইটাররা ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এর আগেই গ্যারেজে থাকা সব যানবাহন পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
বিই/টিসি