ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিনামূল্যে দুই শতাধিক রোগীর চোখের ছানি অপারেশন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
বিনামূল্যে দুই শতাধিক রোগীর চোখের ছানি অপারেশন 

চট্টগ্রাম: আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে দুই শতাধিক রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও লেন্স লাগানো কার্যক্রম সম্পন্ন হয়েছে।  

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে নগরের হালিশহরস্থ এলিট আই কেয়ারে এ কার্যক্রম সম্পন্ন হয়।

 

ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সুহাইল সালেহ জানান, দৃষ্টিশক্তি মহান আল্লাহর নেয়ামত প্রান্তিক এলাকার মানুষ অসচেতনতার কারণে এবং ব্যয়বহুল চিকিৎসার জন্য চোখ নিয়ে অবহেলা করে থাকে। তাই সমাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রান্তিক এলাকা থেকে রোগী বাছাইয়ের মাধ্যমে আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশন এ কার্যক্রম শুরু করে।

ক্রমান্বয়ে আরো রোগীকে চিকিৎসার ব্যবস্থা করা হবে।  

চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা জানান, এ ধরনের মহৎ কাজ করতে সমাজের সামর্থ্যবানরা এগিয়ে আসলে প্রান্তিক এলাকার মানুষের দৃষ্টি শক্তি ফেরাতে সহায়ক হবে।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চক্ষু চিকিৎসা ক্যাম্প সমন্বয়ক নাজমুল ইসলাম কামাল, সাংবাদিক তৌহিদুল আলম, ইসহাক মেম্বার, কাজী হেলাল উদ্দিন, সানাউল্লাহ, মিশকাত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।