ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চান্দগাঁওয়ে বিশেষ অভিযানে তিন আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
চান্দগাঁওয়ে বিশেষ অভিযানে তিন আসামি গ্রেপ্তার ...

চট্টগ্রাম: বিশেষ অভিযান পরিচালনা করে তিন আসামিকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে নগরের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন, মোহাম্মদ বাদশা মিয়া (৪৬),  মুনির উদ্দিন খান প্রকাশ তানিম (২৩) আমিনুল ইসলাম প্রকাশ তারেক (২৮)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বাংলানিউজকে বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।