ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘সবাইকে আর্ত মানবতার সেবায় এগিয়ে আসতে হবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
‘সবাইকে আর্ত মানবতার সেবায় এগিয়ে আসতে হবে’

চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সেন্ট্রাম ফর কমিউনিটি অ্যাওয়ারনেস (সিসিএ) ক্লাবের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের চেয়ারম্যান মো. আবদুল হান্নান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডীন প্রফেসর এবিএম আবু নোমান, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম শোয়েভ।  

সেন্ট্রাম ফর কমিউনিটি অ্যাওয়ারনেস (সিসিএ) ক্লাবের আহ্বায়ক ও আইন বিভাগের শিক্ষক তৌহিদুল ইসলাম জিহাদী এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার সহ বিভাগের শিক্ষক ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব বলেন, উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি আপনাদের অবশ্যই নিজেকে একজন মানবিক মানুষ হিসেবে তৈরি করতে হবে এবং সবাইকে আর্ত মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। সে বিষয়ে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং বিভিন্ন বিভাগ অত্যন্ত সচেষ্ট। এর ধারাবাহিকতায় এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা তাদের দায়িত্ব ও কর্তব্যের প্রতি অত্যন্ত সচেতন। এরই অংশ হিসেবে শীতার্ত মানুষদের জন্য এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজনের জন্য আমি বিভাগের সবাইকে অভিনন্দন জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।