ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপিকে যারা ধ্বংস করতে চেয়েছে, তারাই ধ্বংস হয়েছে: বক্কর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
বিএনপিকে যারা ধ্বংস করতে চেয়েছে, তারাই ধ্বংস হয়েছে: বক্কর বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর।

চট্টগ্রাম: কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপির নেতাকর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এজন্য বিএনপিকে ভাঙতে পারেনি।

বিএনপি আজ অনেক শক্তিশালী। বিএনপিকে যারা ধ্বংস করতে চেয়েছে, তারাই ধ্বংস হয়েছে।
বিএনপি কোথায় আর যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল তারা আজ কোথায়? তাই বিএনপিকে থামানোর চেষ্টা করবেন না। দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনগণের সংসদ দেখতে চায়। বিএনপি বিগত দিনে অনেক ত্যাগ স্বীকার করেছে। প্রয়োজনে আবারও ত্যাগ স্বীকারে রাজি আছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে নগরের বক্সিরহাট পোস্ট অফিস গলিতে ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড বিএনপির উদ্যোগে গরিব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত আওয়ামী সরকারের সময়ে বিএনপি নেতাকর্মীরা রাজপথে রক্ত দিয়েছে জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বলেন, আমাদের নেতাকর্মীরা জেলে গেছে, অনেক নেতাকর্মী প্রাণ হারিয়েছে। দেশের রাজনীতি কেমন হবে তার সিদ্ধান্ত নেবেন জনগণ। দেশের গণতন্ত্র কেউ কেড়ে নিতে পারবে না। কেউ বলে দিতে পারে না আগামী দিনের বাংলাদেশের রাজনীতি কী হবে। এ সিদ্ধান্ত দেবেন বাংলাদেশের জনগণ। এ সিদ্ধান্ত অন্য কেউ দেওয়ার সুযোগ নেই।

ব‌ক্সির হাট ওয়ার্ড বিএন‌পির সা‌বেক সভাপ‌তি এসএম মুফিজ উল্লাহর সভাপ‌তি‌ত্বে ও মহানগর বিএন‌পির সা‌বেক সহ সাংগঠ‌নিক সম্পাদক একেএম পেয়ারুর প‌রিচালনায় বক্তব্য দেন মহানগর বিএন‌পি নেতা হাজি বেলাল হো‌সেন, নুরুল আক্তার, জ‌সিম উ‌দ্দিন মিন্টু, বিএন‌পি নেতা ফ‌রিদ উ‌দ্দিন, সৈয়দ আবুল বশর, সাইফুল ইসলাম সে‌লিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।