চট্টগ্রাম: সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান বলেছেন, ভালো মানুষ এবং সুনাগরিক হতে হলে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই।
চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত দুই দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় নগরের রউফাবাদের সমাজসেবা কমপ্লেক্সে বর্ণিল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. কায়ছার রহমান, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক হরিশ চন্দ্র বিশ্বাস, শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. বাসনা মুহুরী এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মো. মোরশেদ হোসেন।
কাজী নাজিমুল ইসলাম বলেন, খেলাধুলা ও সংস্কৃতিচর্চা উন্নত জাতি গঠনে সহায়ক ভূমিকা যেমন রাখে, তেমনি শিশুদের শরীর ও মনকে সতেজ রাখে। বিভিন্ন ইভেন্টে সেরা নৈপুণ্য দেখিয়ে চট্টগ্রাম বিভাগের যুগ্ম চ্যাম্পিয়ন হয় সরকারি শিশু পরিবার (বালিকা), ব্রাহ্মণবাড়িয়া এবং সরকারি শিশু পরিবার (মিশ্র), খাগড়াছড়ি।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
এআর/পিডি/টিসি