ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম, সা. সম্পাদক শুকলাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম, সা. সম্পাদক শুকলাল সভাপতি কলিম সরওয়ার ও সাধারণ সম্পাদক শুকলাল দাশ

চট্টগ্রাম: ঐতিহ্যবাহী চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে কলিম সরওয়ার সভাপতি ও শুকলাল দাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩১ ডিসেম্বর) রাতে ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ওমর কায়সার।

নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে কাজী আবুল মনসুর, সহ সভাপতি পদে মনজুর কাদের মনজু, যুগ্ম সম্পাদক পদে চৌধুরী ফরিদ নির্বাচিত হয়েছেন।

সর্বোচ্চ ১৩৭ ভোট পেয়েছেন চৌধুরী ফরিদ। চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত কর্মকর্তারা

এ ছাড়া অর্থ সম্পাদক পদে দেবদুলাল ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক পদে শহীদুল্লাহ শাহরিয়ার, ক্রীড়া সম্পাদক পদে নজরুল ইসলাম, গ্রন্থাগার সম্পাদক পদে রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে রোকসারুল ইসলাম, প্রচার সম্পাদক পদে মিন্টু চৌধুরী জয়ী হন।

কার্যনির্বাহী সদস্যর চারটি পদে বিজয়ী হয়েছেন ম শামসুল ইসলাম, মোয়াজ্জেমুল হক, হেলাল উদ্দিন চৌধুরী ও শহীদ উল আলম।

এর আগে শনিবার (৩১ ডিসেম্বর) সকাল নয়টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এতে প্রেসক্লাবের ২৩৪ জন স্থায়ী সদস্যের মধ্যে ২২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ক্লাবের কার্যনির্বাহী কমিটির ১৫ পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬

এআর/ টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।