বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে এই খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এস আই) সরওয়ার হোসেন।
মোজাম্মেল বড় হাতিয়া ইউনিয়নের চাকফিরানি গ্রামের মৃত মফজলুর রহমানের ছেলে।
এস আই সরওয়ার বাংলানিউজকে বলেন, ফসলের ক্ষেতে কর্মরতদের জন্য সকালে নাস্তা নিয়ে গিয়েছিলেন মোজাম্মেল।
‘কারা, কি কারণে মোজাম্মেলকে খুন করেছে সেটা আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারিনি। তবে এলাকার সাবেক ইউপি সদস্য মোজাম্মেল মাস্টারের সঙ্গে তার পূর্ব শত্রুতা ছিল। এই শত্রুতা থেকে খুনের ঘটনা ঘটতে পারে। ’ বলেন এস আই সরওয়ার
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এস আই সরওয়ার।
বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
আরডিজি/টিসি