বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর খুলশী থানার ওয়ারল্যাস কলোনির ৮ নম্বর গলি থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।
নগর পুলিশের উপ-কমিশনার (ডিসি-উত্তর) মো.আব্দুল ওয়ারিশ খান বাংলানিউজকে বলেন, রিকশাচালকের মাথায় এবং পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো.নাসির হোসেন বাংলানিউজকে বলেন, রিকশাচালকের স্ত্রী আমাদের জানিয়েছেন, বুধবার সকাল ৭টার দিকে রানা রিকশা নিয়ে বেরিয়ে যান।
‘আজ (বৃহস্পতিবার) সকালে বাসার সামনে তার রক্তাক্ত লাশ দেখে স্ত্রী থানায় খবর দেন। খুনের কারণ সম্পর্কে স্ত্রীও কিছুই বলতে পারছেন না। তবে মনে হচ্ছে কাছাকাছি কোথাও খুন করে লাশ বাসার সামনে ফেলে রাখা হয়েছে। ’
রিকশাচালক রানা ওয়ারলেস কলোনির ৮ নম্বর গলির বাসিন্দা মনসুর আলীর ছেলে। তার স্ত্রী বাদি হয়ে খুলশী থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ০৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
আরডিজি/টিসি