আইপিও তহবিল ব্যবহার পরিকল্পনায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে একই দিনে বিশেষ সাধারণ সভাও (ইজিএম) করেছে কোম্পানিটি। এতে সাধারণ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
২০১৭ হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরে ছিল ১ টাকা ৮৮ পয়সা।
কোম্পানির চেয়ারম্যান মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে সভায় ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব, পরিচালক তানভির হাবিব, স্বতন্ত্র পরিচালক ইঞ্জিনিয়ার মো.আবুল কাসেম, মো. জাবেদ ইকবাল, নিরীক্ষক শওকত হোসেন চৌধুরী এফসিএ, গ্রুপ পরিচালক (অর্থ ও অপারেশনস) মো. আব্দুর রশিদ এফসিএমএ, এফসিএ, কোম্পানি সেক্রেটারি মো. রিয়াজুল হক সিকদার এফসিএস, প্রধান অর্থ কর্মকর্তা এ. কে ভট্টাচার্য্য, অভ্যন্তরীণ নিরীক্ষা প্রধান শেখ মো. জানে আলমসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
এদিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগৃহীত তহবিল ব্যবহারে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আইপিওর অর্থে গৃহীত সংস্কার, আধুনিকায়ন ও সম্প্রসারণ (বিএমআরই) প্রকল্পের মেয়াদ ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত বাড়াতে চায় কোম্পানি। এছাড়া শতভাগ কমপ্লায়েন্ট একটি পোশাক কারখানা ক্রয়ের প্রস্তাবও বিশেষ সাধারণ সভায় অনুমোদিত হয়।
বাংলাদেশ সময়: ২১২০ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এমইউ/টিসি