পানি দেওয়ার সময়েই পা পিছলে তিনি পড়ে যান নিচে। পরে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলেও বাঁচানো যায় নি তাকে।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে।
জেলা পুলিশের মেডিকেল ১ টিমের উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, পশ্চিম বাকলিয়ার ১৩৭ নম্বর ভবনে পরিবার নিয়ে বসবাস করতেন আকতার আহমেদ। তিন তলা ওই ভবনের ছাদের বাগানে ফুল গাছ লাগানো হয়েছে। প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠে নামাজ সেরে সেই বাগানে পানি দিতেন তিনি। শুক্রবার পানি দেওয়ার সময় তিনি পা পিছলে নিচে পড়ে যান। এতে মাতাসহ শরীরের বিভিন্ন জায়গায় তিনি গুরুতর আঘাত পান। পৌনে আটটার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
টিএইচ/টিসি