রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে নগরীর শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে তারুণ্যের উচ্ছ্বাসের শিশু শিল্পীদের পরিবেশনায় দক্ষিণারঞ্জন মিত্রের ‘রূপতরাস’ কবিতাটি বৃন্দ আবৃত্তির মধ্য দিয়ে তৃতীয় দিনের কবিতা উৎসবের শুভ সূচনা হয়।
সংগঠনের উপদেষ্টা ও খ্যাতিমান শিশু সাহিত্যিক রাশেদ রউফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ও নারীনেত্রী বেগম মুশতারী শফি।
তারুণ্যের উচ্ছ্বাস’র অর্থ সম্পাদক শ্রাবণী দাশগুপ্তার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি প্রবীর মহাজন।
এরপর শুরু হয় আবৃত্তি পরিবেশন। বোধনের বিদ্যাশ্রেয় তলাপাত্র পরিবেশন করেন আবু জাফর ওবায়দুল্লাহ’র কবিতা মাগো ওরা বলে, শৈশবের অধরা রোদসী পরিবেশন করেন পরীক্ষার ফল কবিতাটি, আনিকা মারজান ইরা পরিবেশন করেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাগজের নৌকা কবিতাটি, ত্রিতরঙ্গের প্রবীর দাশ দূর্জয় পরিবেশন করেন রবীন্দ্রনাথ ঠাকুরের মাতৃবৎসল কবিতাটি, রাজমনী সেন পরিবেশন করেন রাশেদ রউফের আমার সোনার বাংলা কবিতাটি, উচ্চারকের সাবিহা তাহের আবৃত্তি পরিবেশন করেন ফারুক তাহেরের আমার বন্ধু কবিতাটি।
এছাড়াও আবৃত্তি পরিবেশন করেন সায়রা সানাফা শ্রুতি (ত্রিতরঙ্গ), মিথিলা জাহান রশ্নি (স্বদেশ), জাফরানা আফরিন জুবিন (স্বদেশ), শারদীয়া দত্ত শ্রেয়া (বোধন) এবং তারুণ্যের উচ্ছ্বাসের ত্রপা চৌধুরী, দ্বীপান্বীতা আইচ কথা, জয়ীতা সাদাফ রুপন্তী, চন্দ্রিকা বড়ুয়া, তন্বী ধর, অর্পিতা মুহুরী, অপি দেবী, তৃধা সরকার, মেঘদ্বীপা হালদার, নুসরাত জাহান নিহা, তনুশ্রী সেন, ও ইসরাত জাহান তামান্না।
‘শিশু সাহিত্যিকদের কন্ঠে ছড়াপাঠ’ এ পর্বে অংশ নেন ছড়াকার অরুণ শীল, আফম মোদাচ্ছের আলী, আবুল কালাম বেলাল, আকতারুল ইসলাম, উৎপল কান্তি বড়ুয়া, এমরান চৌধুরী, জসীম মেহবুব, রমজান আলী মামুন।
বৃন্দ আবৃত্তি পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদ, শৈশব বাচিক চর্চা কেন্দ্র এবং স্বদেশ আবৃত্তি সংগঠনের শিশুশিল্পীরা।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এসবি/টিসি