ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পাকাঘরে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পাকাঘরে আগুন

চট্টগ্রাম: বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পাকা বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বোয়ালখালী উপজেলার পোপাদিয়া সৈয়দপুর গ্রামের চান্দারহাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ শামীমুর হাসান বাংলানিউজকে জানান, এজাহারুল হকের মালিকাধীন একটি পাকা বসতঘরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি ঘটনাস্থলে যায়। সেখানে প্রায় সোয়া এক ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বৈদ্যুতিক শট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও ১০ লাখ টাকার মালামাল রক্ষা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।