ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নির্বাচনের নামে প্রহসন : আমীর খসরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
নির্বাচনের নামে প্রহসন : আমীর খসরু ফাইল ফটো

চট্টগ্রাম: নির্বাচনের নামে প্রহসন হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (৩১ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করেন তিনি।

বিবৃতিতে আমীর খসরু বলেন, প্রশাসনের সহযোগিতায় জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।

বিভিন্ন কেন্দ্রে আগের দিন রাতে ও ভোটের দিন তালা মেরে ভোট কারচুপি করা হয়েছে। মানুষ ভোট দেওয়ার জন্য কেন্দ্রে গেলেও ভোট দিতে না পেরে ফেরত এসেছে।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা বাধা-বিপত্তির মধ্যেও নির্বাচনে আন্তরিকভাবে কাজ করেছে। এ জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে অবৈধ ক্ষমতা দখলের মধ্যে কোনো আত্মতৃপ্তি নেই।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।