ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাদার্ন ইউনিভার্সিটিতে ইসলামিক স্ট্যাডিজ বিভাগের বিদায়-বরণ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
সাদার্ন ইউনিভার্সিটিতে ইসলামিক স্ট্যাডিজ বিভাগের বিদায়-বরণ 

চট্টগ্রাম: সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ইসলামিক স্ট্যাডিজ বিভাগের স্প্রিং সেমিস্টার ২০২২ এর নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত হয়েছে।  

সভাপতির বক্তব্যে সৈয়দ জালাল উদ্দীন আযহারী বলেন, মানসম্পন্ন আধুনিক ও নৈতিক শিক্ষা নিশ্চিত করতে ইসলামিক স্ট্যাডিজ বিভাগ প্রতি শ্রুতিবদ্ধ।

সমাজে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমান প্রযুক্তি নির্ভর প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে না পারলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
 

বিশ্ববিদ্যালয়ের হল রুমে ইসলামিক স্ট্যাডিজ বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দীন আল আযহারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আলাউদ্দিন চৌধুরী, প্রভাষক মো. মহিউদ্দিন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।