ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাংগঠনিক টিম পূর্ণাঙ্গ করা হবে: স্বপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
সাংগঠনিক টিম পূর্ণাঙ্গ করা হবে: স্বপন ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় আজই সাংগঠনিক টিম পূর্ণাঙ্গ করা হবে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভার শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য এ কথা বলেন।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আজকের সভায় চুলচেরা বিশ্লেষণ করব কীভাবে মহানগর আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে পারি। ইতিমধ্যে ১৫টি থানায় ১৫টি সাংগঠনিক কমিটি হয়েছে।

সভায় ১৫ জন সমন্বয়কারীর নাম উপস্থাপনের পর চূড়ান্ত হয়েছে। আজই সাংগঠনিক টিম পূর্ণাঙ্গ করব। ওয়ার্ড, ইউনিট ও থানায় কীভাবে সম্মেলন করা হবে তা সাংগঠনিক টিমগুলো উদ্যোগ গ্রহণ করবে। থানা কমিটিগুলোও ওয়ার্ড ভিত্তিক সাংগঠনিক টিম গঠন করবে। এরপর ওয়ার্ড, থানা ও ইউনিট সম্মেলন করে নগর আওয়ামী লীগের নতুন সম্মেলন উপহার দেব।

নগর আওয়ামী লীগের সম্মেলন আমরা কীভাবে কোন পদ্ধতিতে কবে নাগাদ করতে পারি এবং সুুষ্ঠু সুন্দর স্বস্তঃস্ফূর্তভাবে সবার অংশগ্রহণে করতে পারি তা ঠিক করতে এ সভায় বসেছেন জানিয়ে জাতীয় সংসদে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, এ জনপদের আন্দোলনের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। এখানকার নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। আমরা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ বিষয়ে যে সব সিদ্ধান্ত গ্রহণ করতে চাই তা ঢাকা থেকে চাপিয়ে না দিয়ে উনাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে চাই।

চট্টগ্রামের সমস্যা চট্টগ্রামের নেতৃত্ব খুব ভালো জানেন জানিয়ে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, উনারা অনেক ত্যাগ সংগ্রামের মধ্য দিয়ে এ পর্যায়ে এসেছেন। এই নেতৃবৃন্দের নেতৃত্বে নগর আওয়ামী লীগে নতুন প্রাণের সঞ্চার হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ যত সমৃদ্ধ হবে এর সুবাতাস দক্ষিণ চট্টগ্রাম, উত্তর চট্টগ্রাম, কক্সবাজারসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে ছড়িয়ে যাবে।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ২২ , ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।