ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার বন্যায় মৃতদের পরিবার-পরিজনদের আর্থিক সহায়তা দেবেন মোদি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৪
ত্রিপুরার বন্যায় মৃতদের পরিবার-পরিজনদের আর্থিক সহায়তা দেবেন মোদি  ফাইল ফটো

আগরতলা,(ত্রিপুরা): চলমান বন্যায় যারা প্রাণ হারিয়েছেন তাদের নিকটাত্মীয়দের জন্য প্রাইম মিনিস্টার ন্যাশলাল রিলিফ ফান্ড থেকে ২ লাখ রুপি এবং গুরুতর আহতদের জন্য ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (৩০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় এই খবর জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা।

এর পাশাপাশি এই সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. সাহা।  

তিনি বলেন, আপনার সহানুভূতি এই কঠিন সময়ে ব্যাপক সহায়তা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৪
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দিল্লি, কলকাতা, আগরতলা এর সর্বশেষ