ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ধর্ষণ নিয়ে সিবিআই তদন্তে সরকারের অবস্থান জানতে চাইলো আদালত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪
ধর্ষণ নিয়ে সিবিআই তদন্তে সরকারের অবস্থান জানতে চাইলো আদালত

কলকাতা: কলকাতার অদূরে মধ্যমগ্রামে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় সিবিআইকে (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্ত ভার দেওয়া নিয়ে সরকারের অবস্থান জানতে চেয়েছে কলকাতার উচ্চ আদালত।

বিহারের বাসিন্দা ওই কিশোরী কলকাতায় পড়াশোনা করতে আসে।

সম্প্রতি মধ্যমগ্রামে একদল দুষ্কৃতকারীর হাতে গণধর্ষণের শিকার হয় সে।

পুলিশের কাছে অভিযোগ জানিয়ে ফিরে আসার পর আবার ওই কিশোরীকে ধর্ষণ করে দুষ্কৃতকারীরা। এরপর গায়ে তেল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় তাকে।

হাসপাতালে কিশোরীর মৃত্যু হলে তার পরিবার অপরাধীদের মৃত্যুদণ্ডের দাবিতে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দ্বারস্থ হন। পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি করা হয়।

ইতোমধ্যেই ওই কিশোরীর মৃত্যুকালের জবানবন্দির ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।

এই মামলার প্রেক্ষিতেই সরকারকে সিবিআই তদন্ত নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছে কলকাতা উচ্চ আদালত।

এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে রাজপথে নেমেছেন পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী মহলসহ সাধারণ মানুষ।

কিশোরীর পরিবার রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করে সুবিচার দাবি করবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।